মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীর চরখোয়াজ, চরখোন্দকার ও থাক খোয়াজের লামছি মোজায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা জবরদখল করে দিঘী খনন ও মাটি বিক্রি করছে- সোনাগাজী ও মীরসরাই উপজেলার চিহ্নিত ভূমি দালাল ও মাটি দস্যুরা! সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সোনাগাজী অঞ্চলের ভূমি দালাল কালা সবুজ, মাটিদস্যু মিস্টার, রুমন, শুক্কুর ডাকাত, নাজমুল, দখলবাজ অপু ও তাদের সহযোগীরা প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের ভূমি জবরদখল করে দিঘী খনন ও মাটি বিক্রি করছে। জবরদখলকৃত এইসব ভূমি মীরসরাইয়ের কিছু দখলবাজদের নিকট ইজারা দিচ্ছে দালালচক্র। স্থানীয় লোকজন তাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হলেও দখলবাজদের নিকট অসহায়! তাই ভয়ে কেউ মুখ খুলতে চায় না। তাদের এমন কর্মকাণ্ডের ফলে সরকারি রাস্তা, পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধ সহ অর্থনৈতিক অঞ্চলের বিপুলায়তনের জমি বেদখল হচ্ছে! পরিবর্তন হচ্ছে ভূমির ধরণ! ব্যাহত হচ্ছে নদীর স্রোতধারা! মাঝেমধ্যে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব অভিযান পরিচালনা করে কয়েকটা স্কাভেটর জব্দ ও জরিমানা করলেও থেমে নেই মাটি দস্যুদের এইসব তৎপরতা।