দিনাজপুর প্রতিনিধিঃ
গত বৃহস্পতিবার (১১ জুন) আনুমানিক সকাল ৬ ঘটিকার সময় থেকে তাসমিন আক্তার সিমু (১৬) কে নিজ বাসা কালিতলা দিনাজপুর থেকে খুজে পাওয়া যাচ্ছে না। কোন সহদয় বান বেক্তি উক্ত মেয়েটির খোজ পাইয়া থাকিলে (০১৭৭৩৮৪২৭৩৫) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন সিমুর বাবা- মা।
জানতে চাইলে সিমুর মা মোছাঃ রিপা বেগম জানান, আমার মেয়ে মোছাঃ তাসমিন আক্তার সিমু (১৬) কে বাড়িতে কোথাও দেখতে না পেয়ে আমি আমার স্বামীকে বিষয়টি জানাই। তার পর থেকে আমি ও আমার স্বামী সহ আমাদের বাড়ীর আশেপাশে ও দিনাজপুর শহরের হাসপাতাল, বাসটার্মিনাল, রেলষ্টেশন সহ আমাদের নিকট আত্মীয় – স্বজনদের বাড়িতে খোঁজ -খবর নিলেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। আমি ও আমার পরিবারের সদস্যরা এখনও আমার মেয়েকে খোঁজা – খুঁজি করছি। এমন অবস্থায় আমরা তার কোনো খবর না পেয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করি।