শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ২ দিনে নতুন করে ৪১ জনের করোনা”করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সনাক্ত হয়েছে ৩০ জন যা উপজেলায় ১ দিনে সর্বোচ্চ সনাক্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে মঠবাড়িয়া পৌরসভা ও সদর ইউনিয়নে ২৯ জন, দাউদখালী ইউনিয়নে ৪ জন, সাপলেজা ইউনিয়নে ৩ জন, টিকিকাটা ও বেতমোর রাজপাড়া ইউনিয়নে ২ জন করে এবং বড় মাছুয়া ইউনিয়নে ১ জন। সূত্রঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০২ জনে দাড়াল। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৫ জন। বাকী ৫৭ জন আইসোলেশনে আছে।