শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া থেকে জহির সিকদার
‘মুজিব বর্ষের আহবান- তিনটি করে গাছ লাগান’ এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় এ ব্ক্ষরোপন করা হয় । উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির কার্যকরী সদস্য আবির মোহাম্মদ সোহাগের সার্বিক ব্যবস্থাপনায় পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ফুল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মামুনুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, পৌরসভার প্যানেল মেয়র মো.আবু জাহের, সাবেক কাউন্সিলর আবু তাহের, উপজেলা যুবলীগ সভাপতি এম.এ আজিজ, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. এমরাহান, ছাত্রলীগ যুগ্ন-আহবায়ক কাজী মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়ক আলী রেজা পলাশ, সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহীম, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বায়েক ইউপি’র সাধারণ সম্পাদক প্রভাষক মো.নজরুল ইসলাম, কায়েমপুর ইউপি সাধারণ সম্পাদক ইকতিয়ার আলম রনি, কসবা পশ্চিম ইউপি’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিলন প্রমুখ। এর পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ উল আলম প্রমুখ । এসময় বিভাগীয় কর্মকর্তাগণসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।