শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় সাংসদ ডাক্তার রুস্তম আলী ফরাজীর অবৈধ হস্তক্ষেপে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ৬০ লক্ষ টাকা ফেরত যাওয়া এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ হস্তক্ষেপ সহ নানা অভিযোগ এনে মানববন্ধন করা হয়। এ মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। এর ভিতরে একজন ইউপি চেয়ারম্যান সংসদের আপন ভাই সেও এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। আজ বৃহস্পতিবার( ৯ জুলাই) উপজেলা পরিষদের মাসিক সম্বনয় সভা শেষে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল এর সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজিকে জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল ফরাজী, গুলিসাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, সাপলেজা ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন , মহাজোটের থেকে নির্বাচিত জাতীয়পার্টির (এরশাদ) সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী এমপি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ লাভ করেন। ওই পদ ব্যবহার করে অবৈধ হস্তক্ষেপে মঠবাড়িয়ায় এডিপির ৬০ লাখ টাকা ফেরত যাওয়ায় হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির থেকে সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজীকে অপসারণের জন্য সরকারের কাছে দাবি জানান।