শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ-ভারত মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের সাইট পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ। তিনি শনিবার (১১জুলাই) সকালে ঢাকা থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে ঢাকা-সিলেট মহা সড়কের আশুগঞ্জে সোনারামপুর এবং সোহাগপুরে প্রস্তাবিত মুক্তিযোদ্ধা মৈত্রী স্মৃতি স্তম্ভের সাইট পরিদশনে আসেন।তিনি প্রথমে ঢাকা-সিলেট মহা সড়কের আশুগঞ্জে সোনারামপরের প্রস্তাবিত সাইট পরিদর্শন করেন।পরবর্তীতে উপজেলার সোহাগপুরের প্রস্তাবিত সাইট পরিদর্শন করেন।
আশুগঞ্জ উপজেলা প্রশাসন সুত্র জানায়,১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় শহিদ সেনাবাহিনীর অসামান্য অবদান রয়েছে এবং আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে অসংখ্য ভারতীয় সেনাবাহিনীর সদস্য সম্মুখযদ্ধে শহীদ হন। তাদের অবদানকে স্মরনীয় করে রাখতে আশুগঞ্জে বাংলাদেশ-ভারত যৌথভাবে একটি মৈত্রী স্মৃতিস্তম্ভ নির্মান করার কথা রয়েছে এবং তা আশুগঞ্জেই হবে বলে সচিব জানান।