শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
জেলার ৯টি উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মোট ১ হাজার ৩৬ জনের মধ্যে বিতরণ করা হয়।
প্রত্যেককে ৫ কেজি, , ডাল ১কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, সেমাই ১ প্যাকেট এবং ১ টি সাবানের প্যাকেট প্রদান করা হয়। যার মূল্য ৫লক্ষ টাকা।
এ উপলক্ষে বুধবার (২২ জুলাই) শহরের মেড্ডাস্থ জেলা সমাজসেবা কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শামসুজ্জান প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে শহর সমাজসেবা প্রকল্পের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের কাছে সহায়তা সামগ্রী হস্তান্তর করেন। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাহমুদুল হাসান তাপস, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মশিউজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।