শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী, পিরোজপুর প্রতিনিধি
ইন্দুরকানীতে চলতি অর্থ বছরে জে. কে. বি. এস. পি.প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার উপজেলার দক্ষিন ইন্দুরকানীতে শিক্ষক হারেজ উদ্দিনের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন উপজেলঅ কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সহ কারি কৃষি অফিসার সাইদুর রহমান, উপজেলঅ উদ্ভিধ সংরক্ষন অফিসার মহসিন উদ্দিন, উপসহকারি কৃষি অফিসার ঈব্রাহিম সর্দার প্রমুখ। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা বলেন মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন কৃষকের চাষ যোগ্য এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবেনা। আমরা সেই লক্ষে এই করোনা মহামরী পরোবর্তী দুর্যোগ মোকাবেলায় কৃষির কোন বিকল্প দেখছিনা। তাই স্থনীয় চাষিদের ধান চাষের পাশা পাশি মসলা চাষে আগ্রহী করার জন্য এই মাঠ দিবসের আয়োজন করেছি। কৃষি কর্মকর্তারা বলেন বাড়ির আঙ্গিনায় পতিতি জমিতে হলুদ খুব ভাল জন্মে তাই হলুদ চাষে স্থানীয় চাষিদের আগ্রহী করে তুলতে আমরা নানা রকম উৎসাহ ও পরামর্শও সেবা দিয়ে যাচ্ছি।সে লক্ষে আজকের এই হলুদ চাষের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হল।