শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
রামগঞ্জে ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে প্রাননাশের হুমকী: বিএমএসএফ’র প্রতিবাদ লক্ষ্মীপুরের রামগঞ্জে দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি ও রামগঞ্জ বার্তা পত্রিকার সহ সম্পাদক রহমত উল্লাহ পাটোয়ারীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও ফেসবুক আইডিতে অশ্লীল কথাবার্তা পোষ্ট করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর হুমকিদাতা চেয়ারম্যানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, প্রতিনিয়ত দেশে কিছু লুটেরা জনপ্রতিনিধি দ্ধারা সাংবাদিকরা মামলা, হামলা,লাঞ্ছিত ও হুমকির শিকার হচ্ছেন। এদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে তড়িৎ ব্যবস্থা নেয়া উচিত। সম্প্রতি রামগঞ্জের ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহম্মদ মানিকের বিরুদ্ধে নানা অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এ সংবাদ প্রকাশের জের ধরে মোবাইলে প্রাননাশের হুমকী ও তাঁর ফেইসবুক আইডিতে অশ্লীল ভাষায় মন্তব্য করেনন। গতকাল রোববার সন্ধ্যায় সাংবাদিক রহমত উল্লাহ পাটোয়ারী বাদী হয়ে রামগঞ্জ থানায় মোবাইল নাম্বারটি উল্লেখ করে ও অশ্লীল ভাষা মন্তব্য করা আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে সাধারন ডায়েরী করেন৷ এ ব্যাপারে রামগঞ্জে কর্মরত সাংবাদিকরা জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা গ্রহনে জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান৷ জিডির বিবরন সূত্রে জানা যায়, ভোলাকোট ইউনিয়নের চেয়ারম্যান বশির আহম্মদ মানিকের বিরুদ্ধে পরিষদের ১০জন সদস্য সরকারী উন্নয়ন কাজে অনিয়মের মাধ্যমে অর্থ আত্নসাৎ বিচারের দাবী দূদকে, ধর্ষনের প্রতিবাদে একজন নারী লক্ষ্মীপুর আদালতে ও হুমকী ধমকী লুটপাটের প্রতিবাদে ইউনিয়ন যুবলীগ নেতা রিপন লক্ষ্মীপুর আদালতে মামলা করেন এবং স্থানীয় এলাকাবাসী চেয়ারম্যানের বিচারের দাবীতে মানববন্ধন করে৷ এ সংবাদ গুলি প্রকাশের জের গত শনিবার রাত ৯টার সময় একটি মোবাইল নাম্বার থেকে ফোন করে সাংবাদিক রহমত উল্লাহ পাটোয়ারীকে প্রাননাশের হুমকী দেয়৷ এ ছাড়াও চেয়ারম্যানের সহযোগি ফারদীন এহসান রাজু, মিল্লাত পাটোয়ারী, কাজী মাসুদ রানা, অনন্ত, জাকির হোসেন তাদের ফেইসবুক আইডি থেকে অশ্লীল ভাষায় মন্তব্য ও হুমকী দেয়৷ তাই সাংবাদিক রহমত উল্লাহ পাটোয়ারী বাদী হয়ে গতকাল রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রামগঞ্জ থানায় জিডি করেন৷ সাংবাদিক রহমত উল্লাহ পাটোয়ারী জানানঃ- আমি এলাকাবাসী মানবন্ধনের স্বচিত্রসহ ও আদালতে মামলা অনুযায়ী নিউজ করি৷ এমন সত্য নিউজে ক্ষীপ্ত আমাকে মোবাইলে প্রাননাশের হুমকী ও আমার ফেইসবুক আইডিতে অশ্লীল ভাষায় মন্তব্য করা হচ্ছে৷ বর্তমানে নিরাপত্তাহীন হয়ে থানায় জিডি করেছি।