শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
সাভারের আশুলিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবির ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত অবস্থায় আরো এক মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুররে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়ার থানাধীন ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামের রাজমস্ত্রী আব্দুর রাজ্জাকের স্ত্রী আছিয়া বেগম ও তার সাড়ে চার বছর বয়সী শিশু কন্যা। স্থানীয় বাসিন্দা পলাশ হোসেন জানায়, বুধবার দুপুরে গৃহবধূ আছিয়া বেগম তার দুই শিশু কন্যাকে নিয়ে একটি ছোট ডিঙি নৌকায় করে নিজ বাড়ি থেকে একই এলাকায় পাশ্ববর্তী অন্য এক বাড়িতে যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের বহনকারী নৌকাটি পানিতে ডুবে গেলে দ্রুত স্থানীয়রা মা ও দুই শিশু কন্যাকে উদ্ধার করেন। এঘটনায় গৃহবধু আছিয়া বেগম ও তার সাড়ে ৪ বছরের এক শিশু কন্যা মারা গেলেও সাড়ে ৫ বছর বয়সী অপর শিশু কন্যাটি প্রাণে বেঁচে গেছেন। জানতে চাইলে স্থানীয় ইউপি মেম্বার আবদুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যার পানির কারণে ছোট নৌকা দিয়ে পার হওয়ার সময় নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।