শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক শুভেচ্ছা উপহার পেলেন নমুনা সংগ্রহকারীরা।
গতকাল বুধবার (২৯) জুলাই জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা ভাইরাস পরীক্ষার কাজে নিয়োজিত ২১ জন নমুনা সংগ্রহকারী (মেডিকেল টেকনোলজিস্ট)-কে করোনা রোগীদের সনাক্তের লক্ষ্যে স্যাম্পল সংগ্রহের কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। স্যাম্পল সংগ্রহকারী মেডিকেল অ্যাসিসটেন্টদের জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আল মামুন সরকার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ,সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ শওকত হোসেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে , ইতিমধ্যে অত্র জেলায় ১৪,০০০ ব্যক্তির করোনা টেস্ট করা হয়েছে।জেলা প্রশাসনের শুভেচ্ছা উপহার হিসেবে এই ২১ জন স্যাম্পল সংগ্রহকারীর প্রত্যেককে নগদ ৫০০০ টাকা করে প্রদান করা হয়েছে।