শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় নোয়াগাঁও ইউনিয়ন ছাত্র সংঘের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকালে নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩শত পরিবারের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -২ এর সাবেক সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেমায়েত উল্লাহ মৃধা, মারুফ খান, জসিম উদ্দিন খান, সাদ্দাম হোসেন ও আক্তার হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলয়াত করেন, মেজবাহ উদ্দিন। পরে স্বাগত বক্তব্য রাখেন নোয়াব খান। অনুষ্টান পরিচালনায় ছিলেন শহীদুল খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল আলম মৃধা।