শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১নং বড়মাছুয়া ইউনিয়ন বাজারে আজ রবিবার দুপুর ১২ টায় স্থানীয় যুবকদের উদ্যোগে বড়মাছূয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউট সংলগ্ন দেয়ালে স্থাপন করা হয়েছে মানবতার দেয়াল এ দেয়ালের শুভ উদ্বোধন করেন বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার। এসময় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, বড়মাছুয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নূরুল ইসলাম এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মানবতার এই দেয়ালের প্রধান পৃষ্ঠপোষক তৈয়ব মোয়াজ্জেম বলেন এটি কোন সাধারণ দেয়াল নয় এটি একটি মানবতার দেয়াল এখানে শুধু বস্র ই থাকবে না থাকবে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাদের অতিরিক্ত জিনিসপত্র থাকবে তারা এখানে রেখে যাবেন আর যাদের প্রয়োজন হবে তারা এখান থেকে নিয়ে যাবেন তিনি এই দেয়ালে এলাকা সকল বিত্তবানদের কে সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ তরিকুল ইসলাম ইউসুফ।