শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
শাকিল মিয়াজী, কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা, মিলাদ, কালো ব্যাচ ধারন, জাতীয় পতাকা অর্ধনিমিত করণ, দলীয় ও কালো পতাকা উত্তোলণ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের কার্যালয়ে মিলাদ, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, মসজিদ, মন্দির ও অন্যান্য উপসণালয়ে দোয়া অনুষ্ঠিত। ১৫ আগষ্ট শনিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।
বক্তব্য রাখেন সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিন, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপশ কুমারসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠান শেষে জাতির জনককে নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়দীদের পুরুষ্কার বিতরণ করা হয়। ১৫ আগষ্টে শাহাদৎ বরণকারীদের রুহের মাগফেরত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ খতিব মাওলানা মোঃ রুহুল আমিন।