মোঃ রুম্মান হাওলাদার,মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
আজ ১৫ ই আগস্ট শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি,আধাসরকারি,স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা পরিষদের চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন সহ উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন। এরপর উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর,মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযুদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বি,আর,ডিবির চেয়ারম্যান আরিফ-উল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরিন জাহান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু,সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, যুবলীগের সভাপতি আবু হানিফ খান,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমূখ।
আলোচনা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ১৯ জন ঋণগ্রহীতার মাঝে ৫ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।এবং ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাহফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।