জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্রাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি সরাইল-ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মো. রাজীব আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,সৈয়দা হুছেনা আফজাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী লক্ষী রাণী, বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী, কাজী মো. শওকত আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ৩৪ বছরের নানা কর্মকান্ড নিয়ে এবং করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ, মানবাধিকার, ন্যায্যতা ও সমতা, জেন্ডার, প্রতিবন্ধি ব্যক্তির অধিকার, মানবপাচার, পারিবারিক আইন ও বিরোধ, সালিশযোগ্য ও সালিস অযোগ্য অপরাধ বিষয়ের উপর গুরূত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন ও সরাইল শাখার এইচআরএলএস অফিসার মো. আমিনুল হক।