শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
মুজিব বর্ষ উপলক্ষে আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা যুবলীগের পূর্বের কমিটির যুগ্ম আহবায়ক শাহীন আলম বকসী।
লালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ স্বপন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপন কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার।
বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন, উপজেলা যুবলীগ নেতা সজীবুর রহমান, লালপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাজি মিয়া, শরীফপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াছিন বকসী, সাধারণ সম্পাদক এমরান হোসেন, যুবলীগ নেতা ফয়সাল আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা দেবাশীষ দাস সোহেল, জামাল উদ্দিন, শরীফপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাইজুর রহমান বকসী, যুবলীগ নেতা ওমর ফারুক, আসাদুজ্জামান মাস্টার, আশুতোষ দাস, ছাত্রলীগ নেতা নওশাদ, সাজু, শাওন দাস, সজীব দেবনাথ, সুমন দেবনাথ, মোরশেদ সরকার, সঞ্জীব দাস, শুভ, নীলয়, ইমন, জুয়েল, জুয়েল, রাহীম, আশীষ, হারুন, সাকিব, ছিটন, সুমন, সালমান, আরমান, নাজমুল, হাবিব, সাগর দাস ও হৃদয় প্রমুখ।
এসময় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, আগস্ট মাস শোকের মাস। মুজিবর্ষ উপলক্ষে এ মাসে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি দেয়া হয়েছে।
আশুগঞ্জ উপজেলা যু্বলীগের তত্ত্বাবধানে বিভিন্ন ইউনিয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি যথাযথভাবে পালন করা হচ্ছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে এ কর্মসূচি পালিত হবে।