শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় তিনটি পরিবারের মধ্যে যুবলীগ নেতা টিউবওয়েল প্রদান করেছেন।
গত শুক্রবার বিকেলে সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের খন্দকার মার্কেটের সামনে এ সব টিউবওয়েল বিতরন করা হয় এবং সেই সাথে তাদেরকে নগদ টাকা ও বিতরণ করা হয়।
উক্ত মহৎ কাজটি করেছেন সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার।
তিনি তার নিজস্ব অর্থায়নে অসহায় তিনটি পরিবারের মধ্যে তিনটি টিউবওয়েল এবং টিউবওয়েলগুলো বসানোর জন্য ৫ হাজার টাকা করে প্রদান করেছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন হাজারী আঙ্গুর, সুহিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি বদরুল আলম খন্দকারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকও সুহিলপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মহসিন খন্দকার বলেন, করোনাভাইরাস সংক্রমন শুরু হওয়ার পর থেকে তিনি তার নিজস্ব অর্থায়নে অত্র ওয়ার্ডের আড়াই হাজার অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তার মালিকানাধীন খন্দকার মার্কেটের ৮জন ভাড়াটিয়া ও নিজ বাড়ির দুইজন ভাড়াটিয়ার দুই মাসের ভাড়া মওকুফ ও তিনি মওকুফ করে দেন। এছাড়া তিনি দুই দফায় ৬টি পরিবারকে ৬টি টিউবওয়েল, একটি পরিবারকে ঘর নির্মাণ এবং ২০ টি পরিবারকে নগদ এক হাজার টাকা করে প্রদান করেন।
তাছাড়া তার সহধর্মীনি শামীমা মহসিন শাম্মী নিজস্ব অর্থায়নে ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।