শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
বিজয়নগর ইউএনও’র অগ্নিদগ্ধ এলাকা পরিদর্শন ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।
তিনি গত বৃহস্পতিবার দূপুর সাড়ে বারটায় দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন ও এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত খাদ্য সহায়তা বিতরণ করেন।
জানা যায়,বৃহস্পতিবার রাত ১টায় হঠাৎ করে উপজেলার বুধন্তী ইউনিয়নের খাতাবাড়ি গ্রামের প্রতিবদ্ধি আলী হোসেন মিয়ার বসত ঘরে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আলী হোসেনের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নী।
খবর পেয়ে বিজয় নগর উপজেলা নির্বাহী অফিসার কে.এম. ইয়াসির আরাফাত ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, উবায়দুল মোকতাদির চৌধুরী-এমপি ও ব্রাক্ষণবাড়িয়ার জেলা প্রশাসক- হায়াত উদ দৌলা খানের পক্ষ হতে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান করার ও আশ্বাস দেন।
এ ব্যাপারে প্রতিবন্ধী আলী হোসেনের মেয়ে পারভীন আক্তার জানান, আগুন দেখে আমরা কোনরকমে ঘর থেকে বের হয়ে প্রাণে বেচে যাই।
আগুনের তাপদ্বাহে ঘর থেকে কিছুই বের করতে পারা যায়নী। সব পুড়ে ছাই হয়ে গেল, এখন আমরা কোথায় গিয়ে দাড়াব কিছুই বুঝতে পারছিনা। আগুনে পুড়ে প্রায় ৪লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ও তিনি জানান। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
এ সময় বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে,এম,ইয়াসির আরাফাতের সঙ্গে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া, মহিলা ইউপি/সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যম কর্মী, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।