শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধিঃ “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার”প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির রাজাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে গতকাল বুধবার(৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনির প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা ছিদ্দিকা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আল আমীন বাকলাই,রাহমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবরিনা আলম হানি।