শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি
“আমরা হবো সোচ্চার-বিশ্বহবে সমতার” এ প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তেরর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড, এম মতিউর রহমান, বিশেষ অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান,ইন্দুরকানী থানা পরিদর্শক মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় বক্তরা মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালন সম্পর্কে আলোচনা করেন।