শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
আমরা হব সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই প্রাতিপাদ্য নিয়ে আশুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
আশুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।
বক্তৃতা করেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন ও রওশনারা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাসলিমা বেগম।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার নিশ্চিত করার মাধ্যমে সমতা প্রতিষ্ঠায় সচেতন হবার আহবান জানান।