শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
গাজী আবুল কালাম,ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশন-দুদক পিরোজপুরে জেলার ইন্দুরকানী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি তিন বছরের জন্য পুনর্গঠন করেছে। নতুন কমিটিতে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানাকে সভাপতি ও এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষ হেলাল উদ্দিন গাজীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।৯ সদস্যের এ উপজেলা কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হচ্ছেন সহ সভাপতি রাজলক্ষি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, ও সহ সভাপতি আবু হানিফ সেপাই। সদস্য সাবেক ইউপি সদস্য নাছির উদ্দিন,এনজিও কর্মকর্তা জাকির হোসেন গাজী,শিক্ষক সাবিনা ইয়াসমিন,শিক্ষক মোসাঃ হাবিবা,ও সাবেক উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার গাজী।
দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুদক প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রতি এ কমিটি পুনর্গঠন করে।ইন্দুরকানী উপজেলা কমিটি গত ৬ সেপ্টেম্বর ২০২০ তারিখ থেকে তিন বছর মেয়াদের জন্য পুনর্গঠন করা হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতি দমন কমিশনের সহযোগী সংগঠন হিসাবে কাজ করছে।
গাজী আবুল কালাম