শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের উদ্যোগে নগদ অর্থ ও সবজী বিজ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ চত্ত¡রে বড়মাছুয়া ও সাপলেজা ইউনিয়নের দুইশত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সাড়ে ৪ হাজার করে নগদ ৯ লাখ টাকা ও বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর।
এসময় বড়মাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের সদস্য সচিব এডভোকেট শাহ আলম, নির্বাহী সদস্য এমএ রাব্বানী ফিরোজ, এসআই জাহিদ, রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী সদস্য মশিউর রহমান শাহিন, সদস্য লিটন কুমার, ইউপি সদস্য কাউয়ূম হাওলাদার, ছাত্রলীগ নেতা নাজমুল আহসান, মো. আরিফ প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এক শ্রেণীর অপশক্তি দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিভিন্ন অপকর্মে জড়িয়ে সরকারের বদনাম ছড়াচ্ছে। এ বিষয় তিনি সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের সভাপতি ও জেলা চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের বিভিন্ন প্রশাংসা করে আরও বলেন ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।