শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
এক কিশোরের সঙ্গে অশোভন আচরণ করে কারাগারে গেছে পারভার্ট। জানা গেছে, ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি নিয়মিত কোকেন সেবন করেন। মাদকাসক্ত অবস্থায় কিশোরের বিশেষ অঙ্গ স্পর্শ করে অশ্লীল ইঙ্গিত দেওয়ার অভিযোগ প্রমাণ হয়েছে তার বিরুদ্ধে। যদিও ওই ব্যক্তির দাবি, তার কোনো দোষ নেই। কিন্তু শুনানির পর তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন স্টাফোর্ড ক্রাউন কোর্টের বিচারক। জানা গেছে, কুকুর এবং শূকরের সঙ্গে যৌন আচরণের ছবি রয়েছ ওই ব্যক্তির। সেই ছবি আদালতে উপস্থাপন করা হয়েছে। রায় ঘোষণার সময় বিচারক বলেন, ঘটনার দিন ওই ব্যক্তি ভোর ৪টা থেকে সকাল অবধি মদ্যপ ছিলেন। মদ্যপ অবস্থায় তিনি ওই কাণ্ড ঘটিয়েছেন। সে কারণে ব্রায়ানকে বিচারক বলেছেন, আপনার অযাচিত আচরণে কিশোর মানসিকভাবে আঘাত পেয়েছে। তার গোপন অঙ্গ স্পর্শ করার অধিকার আপনার নেই। কিশোরের দাবি, এ ঘটনার জেরে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। স্কুলের পরীক্ষার ফলে এর প্রভাব পড়েছে। দোষী সাব্যস্ত হওয়ার পর এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে। এছাড়া ১০ বছর তার নাম যৌন নিপীড়কের তালিকায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।