শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি কলেজে এবার শিক্ষক কমনরুমের নির্মাণাধীন লিন্টেল ভেঙে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম আন্দুল মালেক (৫০)। নিহতের বাড়ি কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা গ্রামে। তিনি ওই গ্রামের কালুশাহের ছেলে। কলেজের অধ্যক্ষ অনুতোষ কুমার জানান, কোটচাঁদপুর সরকারি কলেজের রিপিয়ারিং কাজ ও শিক্ষকের একটি কমনরুমের জন্য ১৫ লাখ টাকা বরাদ্ধ আসে। কাজটি পান কালিগজ্ঞের মেসার্স পিণ্টু টেডার্স। কমন রুমের লিন্টেল ঢালাই হয় গত দুই দিন আগে। অথচ কাউকে না জানিয়ে নির্মাণ শ্রমিক মালেক কাজ করতে যেয়ে জানালার কার্নিসে লাগালো বাঁশ খুলে ফেললে জানালার কার্নিস ও লিন্টেল ভেঙে নির্মাণ শ্রমিক মালেকের মাথায় পড়ে। ফলে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কলেজ শিক্ষকরা স্থানীয় হাসাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সাথে সাথে অন্যত্রে রেফার্ড করলে যশোর হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, আমি নিহতের বাসায় নিজেই গিয়েছিলাম। নিহতের পরিবারকে থানায় আসতে বলা হয়েছে।