শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে দূর্গাপূজা।
এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৪৫টি পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হযেছে।
গত শনিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উক্ত আলোচনা সভা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। এসব অনুদানের ডিও/চেক বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সবাইকে আসন্ন শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আইনশৃংখলা বজায় রাখার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সুষ্ঠু -শান্তিপূর্ণ ভাবে যাতে শারদীয় পূজা পালনের আহবান জানান। ।
তাছাড়া তিনি আরো বলেন, কোন অশুভ শক্তি যেন এই আনন্দমুখর পরিবেশের বিঘ্ন ঘটাতে না পারে সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্তক থাকতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি কাজল জ্যোতি দত্ত,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি(ভারপ্রাপ্ত) অনাথ বন্ধু দাস,সাধারণ সম্পাদক প্রভাষক নিমর্ল চৌধুরী।
পরে প্রধান অতিথি সরকারি অনুধানের এসব ডিও/চেক বিতরণ করেন।
এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, অনুষ্ঠানে নাসিরনগর উপজেলার ১৪৫টি পূজা মন্ডপের প্রত্যেকটি মন্দিরে ৫০০ কেজি করে মোট ৭২৫০০ কেজি চাল বিতরণ করেন।
এসময় আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,সাংবাদি
উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা নাজমা আশরাফী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।