শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড(শাহবাজপুর)ইউপি সদস্য পদে উপনির্বাচন,অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার ২০ অক্টোবর ইং উক্ত উপনির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।সকাল নয় ঘটিকা হতে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহন চলে। পরে ভোট গননা শেষে নির্বাহি কর্মকর্তা ফলাফল ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসিলেন্ট (ভূমি) ইকবাল হাসান।
ইউপি সদস্য পদে উপনির্বাচনে ৭১৩ ভোট পেয়ে ক্রিকেট ব্যাট প্রতিকে মো.খায়ের বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.পরশ মিয়া মোরগ প্রতিকে পেয়েছেন ৩৫৯ ভোট, এছাড়াও মো.শিপন মিয়া ফুটবল প্রতিকে ৩২৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
উল্লেখ্য এই ওয়ার্ডের ইউপি সদস্য মো.ফরিদ মিয়া গত ১৯ শে জুন মৃত্যুবরণ করায় ওয়ার্ডটি শুন্য হয়ে গেলে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ওই কেন্দ্রে সর্বমোট ৩০৫৩ ভোটের মধ্য থেকে ১৪১৬ ভোট গ্রহণ করা হয় । আর গ্রহনকৃত ভোটের মধ্যে ২০ ভোট নিয়মানুযায়ী না দেওয়ার কারনে বাতিল ঘোষণা করা হয়।