শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে সভায় প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলে সঞ্চালনায়
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. ইকবাল হাসান,অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক আবু কামাল খন্দকার, জালাল উদ্দিন মনির, মো. হোসেন শান্তি, প্রভাষক ইব্রাহিম খলিল, প্রভাষক মো. দেলোয়ার হোসেন, মো. তাজুল ইসলাম চৌধুরী, মিঠু সূত্রধর পলাশ, মো. নজরুল ইসলাম, ক খ ম হযরত আলি, পিয়াল হাসান রিয়াজ, সাধন সাহা জয় প্রমুখ।
এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরে উপজেলা প্রশাসন কে সহায়তা করার জন্য আহ্বান জানান।
পরে নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন,সাংবাদিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও রাষ্ট্রের নানাবিধ খবরাখবর ও সমাজের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। অনেক ক্ষেত্রে সংবাদ পরিবেশন করতে গিয়ে দূর্বৃত্তদের হাতে আহত বা অনেক সময় মৃত্যুর কোলে ও ঢলে পড়েন। সে ক্ষেত্রে তারা স্থানীয় প্রশাষন কে দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানান।