শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
ছাতকে প্রতারণার মাধ্যমে হ্যাক হওয়া টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফেরত দিয়েছে থানা পুলিশ। শনিবার উদ্ধার হওয়া টাকাগুলো হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর হ্যাকার চক্র অভিনব কায়দায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল হান্নানের বিকাশ একাউন্ট থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারণার শিকার আব্দুল হান্নান থানায় জিডি করলে এসআই আসাদুজ্জামান রাসেল হ্যাকারের অবস্থান নিশ্চিত করে এবং প্রতারণার সব প্রমাণসহ বিকাশ হেড কোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করে টাকা উদ্ধার করতে সক্ষম হন। শনিবার সন্ধ্যায় ছাতক থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে আব্দুল হান্নানের কাছে টাকাগুলো ফেরত দেওয়া হয়।