শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ১১ নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রায় ২ শত দুস্থ হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন।
আজ ২৬ অক্টোবর সোমবার দিনব্যাপী তার নিজ বাড়িতে বসে ইউনিয়নের ৬,৭,৮ ও ৯ চারটি ওয়ার্ডের প্রায় ২`শ দুস্থ নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এসময় প্যানেল চেয়ারম্যান কাইয়ুম হাওলাদারসহ বিভিন্ন ইউপি সদস্য গ্রামপুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মানবতার ফেরিওয়ালা খ্যাত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে আনন্দ ভাগাভাগি জন্য আমি সাধ্যমত দরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতা করেছি। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই হিন্দুদের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কে আমার পক্ষ থেকে এ ক্ষুদ্র সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এ সাহায্য-সহযোগিতা বা বস্ত্র বিতরণ অব্যাহত রাখার জন্য তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।