শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
স্প্যানিশ লিগে এই সময়ের সবচেয়ে সমালোচিত ব্যক্তিটির নাম জোসেফ মারিয়া বার্তামেউ। বিশেষ করে লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর বার্তামেউয়ের বিরুদ্ধে বিক্ষোভে নামে ক্লাবটির সমর্থকেরা। এরপর ছলেবলে কৌশলে আইনী মারপ্যাঁচে মেসিকে এক মৌসুমের জন্য আটকে রাখেন বার্তামেউ। এখনো তিনি আশা করছেন, মেসি ক্যাম্প ন্যু থেকেই অবসরে যাবেন। পাশাপাশি বার্তামেউ জানিয়েছেন, এত কষ্ট করে মেসিকে আটকে রাখার কারণ। বার্সেলোনা প্রেসিডেন্ট বলেছেন, ‘মেসি যে রাগ করেছিল, এটা আমি বুঝতে পারি। তবে আমরা তাকে যেতে দেইনি কারণ, আমাদের সব পরিকল্পনা তাকে ঘিরেই। আমরা আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যে সে বলবে, চুক্তি নবায়ন করে এখানেই সে থাকতে চায়। তাকে ঘিরেই ক্লাব ভবিষ্যৎ পরিকল্পনা করছিল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় বসব না।সমালোচনার মুখে পড়ব জেনেও আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’ বার্সায় থেকে যাওয়ার পরেও প্রকাশ্যে বার্তামেউয়ের সমালোচনা করেছেন মেসি। জেরার্ড পিকেদের মতো সিনিয়র খেলোয়াড়েরাও বার্তামেউকে ছেড়ে কথা বলেননি। তারপরেও বার্তামেউ পিকে বার্সায় থেকে যাওয়ায় খুশি। মেসিকে আটকে রাখার আইন নিয়ে তিনি আরও বলেন, ‘এখানে সে খেলা চালিয়ে যাবে কি-না, তা জানানোর একটা সময়সীমা ছিল। সেই সময়ের মধ্যে সে করেনি, তাই তাকে এখানেই থাকতে হয়েছে। আমরা সবাই চাই, সে এখান থেকেই অবসরে যাক।’