শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি।। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নং শাপলেজার ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি থেকে দুই দফায় পদত্যাগ করার পরেও নিজের নাম পুনরায় কমিটিতে দেখতে পেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার বর্তমান সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী মোল্লা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮ টায় উপজেলার ইসলামিক আন্দোলন বাংলাদেশ এর কার্যালয় এই সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইদ্রিস আলী মোল্লা বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত ছিলাম। বিগত ২৮.০২.২০১৬ ইং তারিখ আওয়ামী লীগের রাজনৈতিক থেকে পদত্যাগ করে তখন একটি পদত্যাগ পত্র ইউনিয়ন সভাপতি বরাবর জমা দেই। পরবর্তীতে বিভিন্ন মারফত জানতে পারি ইউনিয়ন আওয়ামীলীগ কমিটিতে আমার নাম অন্তর্ভুক্ত রয়েছে। পরে আমি আবারও গত ২২.১০.২০২০ ইং তারিখ পুনরায় ইউনিয়ন আওয়ামীলীগ ৯ নং শাপলেজার শাখার সভাপতি সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেই। বর্তমানে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবহিত করতে চাই যে, ২০১৬ ইং সালের মার্চ মাস থেকে ইসলামিক আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সক্রিয়ভাবে কাজ করে আসছি। সেই থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নই। এসময় উপস্থিত ছিলেন, মাওঃ মোঃ বেলায়েত হোসেন সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন ভান্ডারিয়া সাংগঠনিক শাখা,মোঃ সেলিম মৃধা সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন মঠবাড়িয়া উপজেলা শাখা, মোঃ আব্দুল জলিল মুুন্সি সেক্রেটারী ইসলামী শ্রমিক আন্দোলন মঠবাড়িয়া উপজেলা শাখা, আলহাজ্ব মোঃ ইউনুস জমাদ্দার সহ সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন মঠবাড়িয়া উপজেলা শাখা, মোঃ মোনাব্বর হোসেন খলিফা সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন শাপলেজা ইউনিয়ন শাখা, শাহ মোঃ এনামুল কবির তুহিন সভাপতি যুব আন্দোলন ৯নং শাপলেজা ইউনিয়ন শাখা সহ বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীরা।