শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নবীনগর পৌরসভার উদ্যোগে উক্ত বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই র্যালিটি সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । উক্ত র্যালি অনুষ্টানের উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরভার সচিব মোহাম্মদ বেলজুর রহমান খান, হিসাব রক্ষক কর্মকর্তা মো. জামাল উদ্দিন, জামালী মোস্তফা, আব্দুল মোমেন, মনির হোসেন, গিয়াস উদ্দিন, বজলুর রহমান, বিল্লাল হোসেন, কাউন্সিলর, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।
এসময় পৌর মেয়র এড.শিব শংকর দাস বলেন, জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে নবীনগর পৌরসভা শতভাগ স্যানিটেশনের আওতায় রয়েছে।তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য নিজ বাসা বাড়ি থেকে বের হবার সময় মাস্ক পড়ে বের হবেন। বাড়ির আঙ্গিনা ও তার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন এবংবাহির থেকে ঘরে ডুকার আগে সাবান দিয়ে হাত-মুখ ভাল করে ধুয়েছি ঘরে ঢুকতে হবে ।নতুবা মরনব্যাধী করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে ।