শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
জুলফিকার,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সীমাহীন দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ও তার অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সচেতন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এর আগে গত ২৪ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতিসহ ২২ টি অভিযোগ এনে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা সংবাদ সম্মেলন করেন।
মানববন্ধনে স্কুলের সহকারি প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, ফারুক-উজ্জামান, রফিকুল ইসলাম জালাল, বনিক সমিতির সভাপতি সামছুল আলম ও সাংবাদিক আবদুস সালাম আজাদী, মজিবর রহমান, মিজানুর রহমান মিজু প্রমূখ।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।