শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
দীর্ঘ সাত মাস পর সীমিত পরিসরে ওমরায় অংশগ্রহণ করতে সৌদি আরব পৌঁছেছেন প্রথম বিদেশী ওমরাহ কাফেলা। পুনরায় ওমরাহ চালুর তৃতীয় ধাপে বিদেশীদেরও অংশগ্রহণের অনুমোদন দেয় সৌদি আরব। গতকাল রবিবার (১ নভেম্বর) পাকিস্তান ও ইন্দোনেশিয়ার দুটি ওমরাহ কাফেলা জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে এসে পৌঁছে। বিকেল চারটায় পৌঁছা পাকিস্তানের ফ্লাইটে ছিল ৩৮জন ওমরাহ যাত্রী। আর সন্ধা ছয়টায় পৌঁছা ইন্দোনেশিয়ার ফ্লাইটে ছিল ২২৪জন যাত্রী। দীর্ঘ সাত মাস পর ওমরাহ পালনে আসা বিদেশী যাত্রীদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে আসেন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বিনতেন ও উপমন্ত্রী আবদেল ফাত্তাহ মাশাত। ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাতে এসে সৌদির রাষ্ট্রদূত ইসাম আল সাকাফি ওমরাহযাত্রীদের নিরাপদ ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। হজ বিষয়ক উপমন্ত্রী আল ইখবারিয়া টিভি চ্যানেলকে বলেন, ‘ওমরাহযাত্রীদের সৌদিতে পৌঁছার আগেই আমরা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছি।’ তিনি আরো বলেন, ওমরাহযাত্রীরা পৌঁছার আগ থেকে বিমানবন্দরে তাদের বরণ করতে সবাই প্রস্তুত আছে। প্রতিদিনের পরিসংখ্যানকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ওমরাহযাত্রীরা সৌদিতে সর্বোচ্চ ১০ দিন অবস্থান করতে পারবে। ওমরাহ কোম্পানির তত্ত্ববধানে যাওয়ার আগেই সবার স্বাস্থ্য পরীক্ষার করা হবে। ওমরাহ পালনের ৫০সদস্যের দল গঠন করা হবে। এরপর তাদের বাসযোগে হোটেলে নিয়ে যাওয়া হবে। সেখানে তারা তিন দিন কোয়ারেন্টিনে থাকবে। এরপর ওমরাহ পালনে স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দেবে। বিশ্বের যেসব দেশে কভিড-১৯ মহামারি স্থিতিশীল সেসব দেশের নাগরিকদের ওমরাহ পালনের অনুমোদন দিচ্ছে সৌদি আরব। বিশ্বের সব দেশের করোনা পরিস্থিতি নিয়ে গবেষণা করছে সৌদির সেন্টার ফর ডিসেস প্রিভেনশন এন্ড কন্ট্রোল। উল্লেখ্য, গত ৪ অক্টোবর থেকে সীমিত পরিসরে চার ধাপে ওমরাহ চালু করে সৌদি আরব। গতকাল এক নভেম্বর থেকে তৃতীয় ধাপে ওমরাহ পালনে বিদেশীদের আগমন শুরু হয়।