দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বাসিন্দা ও দিনাজপুর প্রেসকাবের অফিস সহকারী সোহেল পারভেজ এর ১৪মাসের একমাত্র কন্যা সন্তান সাইফা জান্নাত সুবহা হার্টের ফুটা মেডিকেল ভাষায়( ভিএইচ ডি ভালফ, হার্ডের রক্তনালী ও আরো কিচ্ছু জটিল রোগে আক্রান্ত,ভালো করতে ভারতের কেরেলার একটি হাসপাতালে অাপারেশন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশর ঢাকার ড়াঃ ফয়জুল ইসলাম অপারোন ব্যয় হবে প্রায় ৬লাখ টাকা তাই আমার১৪ মাসের কন্যা শিশুটি সুস্থ্য হবে। কে না চায় তাদের প্রিয় সন্তানকে চিকিৎসা করে ভালো করতে। কিন্তু বিধি বাম, টাকা নেই-নেই কোন সম্পদ। তাইতো তার মিনতি সমাজের বিত্তশালী মানুষের কাছে। আপনাদের আর্থিক সহযোগিতায়১৪মাসের এই কন্যা শিশুটি পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ গ্রহণ করতে পারে। যদি কারো এই অবুজ শিশুটির প্রতি একটু সহানুভূতি জাগে তবে এই একাউন্ট নম্বরে আর্থিক সহযোগিতা করে আপনাদের সন্তানের সাথে, আপনাদের বোনের সাথে সেও একদিন বড় হয়ে দেশ জাতির কর্ণধার হয়ে মানুষের সেবা করতে পারবে।
যোগাযোগের ঠিকানা- সোহেল পারভেজ, অফিস সহকারী দিনাজপুর প্রেসকাব, কালিতলা, দিনাজপুর। এক্সিম ব্যাংক গণেশতলা শাখার একাউন্ট নং-০৫৫১২১০০২২২১৫৬, বিকাশ-০১৭২৪১৬২২৫২ এবং ফোন-০৫৩১-৬৩০৩৩।