শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ দেশীয় চিকিৎসা সমিতি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার বিকেলে কেএম লতীফ মেডিসিন মার্কেটের অফিস কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ।
সংগঠনের আহবায়ক রফিকুল ইসলাম শিশু ফকিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা আ‘লীগ সহ-সভাপতি মো. আরিফ উল হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ আলী খান ও আ‘লীগ নেতা মোস্তাফিজুর রহমান।
পরে সর্ব সম্মতিক্রমে রফিকুল ইসলাম শিশু ফকিরকে সভাপতি, মো. নান্না মিয়াকে সাধারণ সম্পাদক, চাঁন মিয়া খানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।