শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক এডভোকেট মো: ফজলুল হক বর্তমান প্রধান শিক্ষক মো: রুহুল আমিনকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এ সংবাদ সম্নেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বর্তমান প্রধান শিক্ষক রুহুল আমিন তার লিখিত বক্তব্যে বলেন, এডভোকেট ফজলুল হক সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করে প্রতিষ্ঠান প্রধানের নিকট বিভিন্ন সুযোগ সুবিধা নিতে ব্যর্থ হন। এরপর তিনি স্কুলের যে কোয়াটার্সে বসবাস করতেন ওই কোয়ার্টাসহ ৬ শতাংশ জমি গত ১২/৮/১৪ সালে স্মৃতিরানীর নিকট হতে এডভোকেট ফজলুল হক ও এডভোকেট আব্দুস সালাম সাব কবলা দলিল মূলে ক্রয় করে বিদ্যালয়ের বিরুদ্ধে ২৭১/২০১৪ নং মঠবাড়িয়া সহকারি জজ আদালতে দেওয়ানী মোর্কদ্দমা দায়ের করে। ওই মামলা আদালতে চলমান রয়েছে। জমি বিবাদ ও পূর্ব শক্রুতার জেরে গত ১/১১/২০ তারিখ ৪০৬/৪২০/৫০৬ ধারায় এমপি কেস নং ৫২৪/২০২০ এবং গত ১১/১১/২০২০ তারিখ ৫০০/৫০১/৫০৪ ধারায় আমাকে অভিযুক্ত করে সি,আর ৪৩২/২০ নং মামলা মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল বিচারিক হাকিম এর আদালতে দারের করেন। সাবেক শিক্ষক ও এডভোকেট ফজলুল হক একজন মামলাবাজ। আমাকে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের সাবেক শিক্ষক এডভোকেট ফজলুল হক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেলে প্রধান শিক্ষক আমাকে অব্যাহতি দেয়নি এবং আমার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অপারাধ করায় ন্যায়বিচারের জন্য আদালতের স্বরনাপন্ন হয়েছি।