শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ায় একজন ইমামের মৃত্যু হয়েছে। তিনি তখন ফজরের নামাজ পড়াচ্ছিলেন।
তার নাম মাওলানা সুলায়মান (৫৮)।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ নভেম্বর) ভোরে সদর উপজেলা শহরের পৌর এলাকার ঐতিহ্যবাহী মদিনা মসজিদে।
তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।
তার নিজ বাড়ি নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামে।
মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, সোমবার ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় মদিনা মসজিদের ইমাম মাওলানা সুলাইমান শ্বাসকষ্ট অনুভব করলে তিনি মেহরাব থেকে সরে দাঁড়ান । পরে মুসল্লীদের সঙ্গে নামাজ আদায় করা অবস্থায় মারা যান তিনি।
আজ বাদ জোহর শহরের টেংকেরপাড় জানাজা শেষে মাওলানা সুলায়মানকে তাঁর প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হবে।