শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
দিনাজপুরের খানসামায় তিনজন গাঁজা ও ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
তারা হলেন গাঁজা ব্যবসায়ী উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরী জসিম উদ্দীন (২৫)তিনি হোসেনপুর গ্রামের মহসীন আলীর ছেলে।অপর দুজন হলেন গোবিন্দপুর গ্রামের রজব আলীর ছেলে রেজাউল হক (২৫) কে ১২ পিস ইয়াবা ও পশ্চিম গোবিন্দপুর গ্রামের ফজর আলীর ছেলে জয়নাল আবেদীন মানিককে (২০) কে ১১ পিস ইয়াবা সহ খানসামা ঘাটপাড় থেকে আটক করা হয়।
খানসামা থানা সূত্রে জানা যায়, গত রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে
এদের মধ্যে উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরী জসিম উদ্দীনকে (২৫) জমিদার নগর এলাকা থেকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
অপরদিকে রেজাউল হক(২৫) ও জয়নাল আবেদীন মানিক (২০) কে খানসামা ঘাটপাড় থেকে আটক করা হয়।
সোমবার দুপুরে আটক মাদক ব্যবসায়ীদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে ।
খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত উপজেলা গড়তে ও সমাজ থেকে এ সব মাদক কারবারিদেরকে দূরীভূত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।