শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মানাধীন বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের কলেজপাড়া এলাকায়। তার নাম মঈনুদ্দিন। সে পৌর এলাকা ভাদুঘরের জালু মিয়ার ছেলে। এই ঘটনায় হৃদয় (১৭) নামের আরও এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।
মাইনুদ্দিনের ভাই মাসুম মিয়া জানান, জেলা শহরের কলেজপাড়ায় নির্মাণাধীন একটি নতুন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতেন মঈনুদ্দিন।
ঘটনার দিন মঈনুদ্দিন নির্মানাধীন ভবনের তিনতলার ছাদের ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় তার সাথে অন্যান্য শ্রমিকরা ও ছিলেন। বৃহস্পতিবার দুপুরে দিকে বিল্ডিংয়ের ছাদের রড বিছানোর সময় পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে রডটিসহ মাঈনুদ্দিন বিদুৎস্পৃষ্ট হয়। এসময় রড হাতে থাকা মাইনুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের তিনতলা থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় মাঈনুদ্দিন। । এ সময় তার সাথে থাকা হৃদয় নামে একজন আহত হয়। পরে হতাহতদেরকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে অন্যান্য শ্রমিকরা নিয়ে আসে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।