শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
চট্টগ্রামে একটি জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দু্ই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ রবিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে নগরের বায়েজিদ থানাধীন আতুরার ডিপোর জঙ্গলপাড়া এলাকায় অবস্থিত ওই জুটমিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেব। একপর্যায়ে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের টেলিফোন অপারেটর পাপ্পু দত্ত এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বায়েজিদ স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ওই কর্মকর্তা।