শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
আজ ৬ ডিসেম্বর। ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী উপজেলা পূর্বাঞ্চলের প্রবেশদ্বার আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পূর্বাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম রণাঙ্গন আখাউড়া উপজেলা পাক হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এ রণাঙ্গনে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন সিপাহী বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালসহ অসংখ্য মুক্তিযোদ্ধা।
১৯৭১ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সম্মিলিতভাবে আখাউড়া আক্রমণ করে। ৫ ডিসেম্বর সারা দিন, সারারাত যুদ্ধের পর ৬ ডিসেম্বর আখাউড়া শত্রু মুক্ত হয়। পরে আখাউড়া ডাকঘরের সামনে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত আখাউড়ার দুরুইন গ্রামে রয়েছে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি।
দিবসটি উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। মুক্ত দিবস উপলক্ষে আখাউড়ায় শনিবার (৫ ডিসেম্বর) সন্ধায় পৌরশহরের মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়। ৬ ডিসেম্বর সকাল ১০টায় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও সোয়া ১০টায় উপজেলা পোষ্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন।