শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
জুলফিকার আমীন সোহেল,বিশেষ প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় সুলতান খান (৮৫) নামে এক বৃদ্ধের লকড়ির ঘরে মঙ্গলবার ভোর রাতে প্রতিপক্ষের বিরুদ্ধে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার দেবীপুর গ্রামের ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ঘটনায় সুলতান খানের ছেলে ফারুক খান প্রতিবেশী মৃত, জয়নাল খানের ছেলে রহমান খানকে প্রধান বিবাদী করে ৮ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান খানের বয়স যখন ৮ বছর তখন তার পিতা হাশেম আলী খান মারা যান। ওই সময়ে তার দাদা জজ আলী সম্পত্তির অংশ অনুযায়ী সুলতান খানের নামে লিখে দেন। পরবর্তীতে জজ আলীর মৃত ছেলে নামে দেয়া ও তার নিজের দেয় সব সম্পত্তি নাতী সুলতান খানের নামে রেকর্ড করে দেন।
সুলতান খান একটু বড় হবার পরে তার কাছ থেকে রহমান খানের পিতা জয়নাল ও চাচা মব্বত আলী খান ১২ কাঠা জমি সাব কবলা মূলে দলীল নেয়। একই দিনে ১৭ কাঠা জমি দান হিসেবে লিখে নেন। কিন্তু সুলতান খান ওই ১৭ কাঠা জমি ভোগ দখল করে আসছিলো। কয়েক বছর ধরে রহমান খান শোকভাগ এর অংশ হিসেবে ওই জমি দখলের পায়তারা চালচ্ছে। যে কারনে দানপত্র ভাঙার জন্য সুলতান খানের পক্ষ থেকে আদালতে মামলাও করা হয়।
সুলতান খান আরও জানান, ওই জমির আর.এস, পি.এস এবং এস.এ পর্চা তার নামে। প্রতিপক্ষ রহমান খানগং ওই জমি অবৈধ ভাবে দখল করার জন্য উঠে পরে লেগেছে। চলতি বছরের কাঁচা আমন ধান রাতের আধাঁরে গরুর খাদ্য হিসেবে কেঁটে নিয়েছে। আমাদের ফাঁসাতে আজ সকালে ওই জমিতে ১ ঘন্টার মধ্যে কথিত ঘর তুলে নিজেরা আগুন ধরিয়ে দেয়।
এ ব্যপারে বক্তব্য নেয়ার জন্য সরেজমিনে গিয়েও রহমান খানকে পাওয়া যায়নি। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।