মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমিন দুলাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম হাসান রনি মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি খায়রুল আমিন পিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহেল প্রমুখ।