শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
বিজয়নগর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে,এম,ইয়াসির আরাফাত।তিনি গতকাল গভীর রাতে কনকনে শীতে কাঁপতে থাকা ও গভীর রাতে পলিথিন মোড়ানো ঘরে কোনোমতে ঘুমিয়ে পড়া বেদে পল্লীর লোকজন ও অামতলী বাজারের শীতার্ত ছিন্নমূল ও শ্রমিক শ্রেণির মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রদত্ত কম্বল বিতরণ করেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান উপস্হিত ছিলেন।
ইউএনও কে,এম,ইয়াসির আরাফাত বলেন,আমাদের আশে পাশে এমন অনেক অসহায় ছিন্নমূল মানুষ আছে যারা এই শীতে শীতবস্ত্র না থাকায় তারা ঘুমাতে পারছে না।আমাদের সবার উচিত তাদের পাশে দাড়াঁনো।অামি আমার সাধ্যমত তাদেরকে সহযোগীতা করেছি,পর্যায় ক্রমে পুরো উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।