শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
ঐ প্রস্তুতকৃত নকল গবাদিপশুর কারখানার নাম ‘লরেল ভিস্তা’। এটি নকল ওষুধ তৈরী করার গোপন খবরের ভিত্তিতে কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা এলাকায় অভিযান চালিয়ে উক্ত কারখানাটি সিলগালা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া জানান, একটি ভাড়া বাড়িতে লোক চক্ষুর আড়ালে গবাদি পশুর ওষুধ বানাতেন কামরুল। বাজার থেকে পাওয়া চাহিদা অনুযায়ি ৪৯ ধরণের ওষুধ বানিয়ে সে গুলোকে ‘লরেল ভিস্তা’ নামের কোম্পানির ওষুধ হিসেবে বাজারজাত করতো। অভিযানের সময় কারখানাতে কোনো কেমিস্টকে ও খুঁজে পাওয়া যায়নি। এছাড়া মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ও খুজে পাওয়া যায়নী, মেয়াদোত্তীর্ণ ওষুধ প্যাকেট পরিবর্তন করে নতুন প্যাকেটে ভরে বিক্রি করা হতো।
অভিযানকালে কামরুল হাসান চকদার নামে একজন ওষুুুধ কোম্পানির ঐ বিক্রয় প্রতিনিধিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়। তিনি আগে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
অভিযানকালে ভ্রাম্যমান আদালতের সঙ্গে ছিলেন এনএসআই, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং সদর থানার পুলিশ সদস্যবৃন্দ।