শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী বিজয়ের মাস উপলক্ষে হুইলচেয়ার পেল।
এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামে দেওয়ান বাড়ি প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় হুইল চেয়ার নিতে আসা প্রতিবন্ধী ব্যক্তিদের খাবার ও যাতায়াত খরচ বাবত নগদ ৫শত টাকা করে দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হক।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, হাফেজ জুনায়েদ আহমেদ, হাফেজ এমদাদউল্লাহ্, ইউপি সদস্য পাভেল মিয়া, ইউপি সদস্য দুলাল মিয়া ও ব্যবসায়ী মাসুদ রানা প্রমুখ।
চান্দিয়ারা গ্রামের ইতালি প্রবাসী সুমন আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। করোনা ভাইরাসের মহামারীর শুরু থেকে প্রবাসী সুমন আহমেদ তার গ্রাম ও আশপাশের এলাকায় বিপুল খাদ্য সহায়তা প্রদান করে ভূয়সী প্রসংশা কুড়িয়েছেন। তারই দেওয়া এসব হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী ও তাদের পরিবারের লোকজন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।