শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিঃ
সড়ক ও জনপথ বিভাগ আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-শিবপুর-রাধিকা সড়ক উন্নয়ন প্রকল্প (প্যাকেজ-২) ৯৭ কোটি ৮১ লক্ষ টাকা ব্যায়ে ৯ কিলোমিটার সড়কের কাজের শুভ উদ্বোধন করলেন ব্রাহ্মণবাড়িয়া ৫- আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। শুক্রবার দুপুরে নবীনগর উপজেলার ধনাশী বাজারে প্রকল্প কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ উপলক্ষে নবীনগর উপজেলার ধনাশী বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫- আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, সওজের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক, আরিফুল হক টিপুসহ আরো অনেকে।
সভা শেষে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এবাদুল করিম বুলবুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করা হবে। তিনি আরো বলেন, মহেশ রোডের কাজও শুরু হয়ে গেছে, সেই কাজও সঠিক সময়ে শেষ করা হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান।